📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ফের প্রকাশ্যে এল ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ। নিউটন কাণ্ডের পরে এই ঘটনাতেও নাম জড়াল টিএমসিপি নেতা দেবাশিস দাসের। ১০ হাজার টাকা দিয়েও ভোটার কার্ড না মেলার অভিযোগ বাংলাদেশের নাগরিকের। নিজেকে দেবাশিস দাসের অনুগামী বলে দাবি করেছেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। অর্জুন দাস নামে এক ব্যক্তির দাবি, ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। তাঁর স্ত্রী কাকদ্বীপেরই বাসিন্দা।
কাকদ্বীপে ফের প্রকাশ্যে এল ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ
