📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারল একটি লরি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে, পানাগড় গ্রামের কাছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ছোট গাড়িটি পানাগড় থেকে দুর্গাপুরগামী পথে সার্ভিস রোডে উঠছিল। সেই সময় পিছন দিক থেকে আসা লরিটি গাড়িটির ডান দিকের পাশে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ছোট গাড়িটি রাস্তার উপর আড়াআড়ি ভাবে আটকে পড়ে এবং লরিটিও সেখানেই থেমে যায়।
ঘটনার ফলে কিছু সময়ের জন্য দুর্গাপুরমুখী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় এবং সার্ভিস রোডে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু করে।

