📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জঙ্গলের মধ্যে গাছের ডাল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায়। রবিবার দুপুর ১টা নাগাদ এই ঘটনাটি সামনে আসে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে জঙ্গলের ভেতরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন। ধারণা করা হচ্ছে, তিনি বাইরে থেকে এসে জঙ্গলের মধ্যে আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে এটি আত্মহত্যা নাকি খুন— সেই রহস্যের দিকেই এখন নজর পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ এবং মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।