কসবাকাণ্ডে বিচারের দাবিতে পথে নাগরিক মঞ্চ, মিছিল আটকে প্রশ্নের মুখে পুলিশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কসবাকাণ্ডের তীব্র প্রতিবাদে উত্তাল রাজ্যের রাজপথ। রবিবার গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত নাগরিক মঞ্চের ডাকে আয়োজিত মিছিল রাসবিহারির কাছে লেক মলের সামনে তা আটকে দিল পুলিশ। এর পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা। আন্দোলনে বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন তাঁরা। 

কসবাকাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চেরও মিছিল বেরিয়েছে। একাধিক গণ-সংগঠনও তাতে পা মিলিয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ— সবাই কসবাকাণ্ডের নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবিতে একত্রিত হন।

নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারা আইনের পথে থেকে এই লড়াই চালিয়ে যাবেন। তবে পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে শহরজুড়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। পুলিশ জানায়, তাঁদের কাছে এই পর্যন্ত আসতে দেওয়ার ইনস্ট্রাকশন ছিল। এরপর আন্দোলনকারীদের আর এগোতে দেওয়া যাবে না।