কলতানের কণ্ঠস্বর সংগ্রহ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে ওঠে অভিযোগ। সেই ঘটনায় আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের উপর হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। আর ওই পরিকল্পনার সঙ্গে নাম জড়িয়েছিল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। যা সামনে নিয়ে আসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার জেরে গ্রেফতার হতে হয়েছিল কলতানকে। আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করে জামিন পাইয়ে দেন। কিন্তু তারপরও এই ঘটনায় যবনিকা পতন ঘটেনি। এবার কলতান দাশগুপ্তের ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে পুলিশ। তাই পদক্ষেপ করতে চায় রাজ্য সরকারও।মঙ্গলবার এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এই মামলার আগামী সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!