📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি পরিচয়ে দিয়ে তোলাবাজির (Fraud) অভিযোগ। আইএএস অফিসারকে ফোন করে টাকা তোলার কথা জানতে পেরেই পুলিশে নালিশ হাইকোর্টের রেজিস্ট্রারের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হতেই পবন পান নামে একজনকে গ্রেফতার করল পুলিশ।
জানা গিয়েছে, বিচারপতির নাম নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছিলেন পবন। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের গোয়েন্দা (Kolkata Police Detective Department) বিভাগের হাতে গ্রেফতার হন পবন।
ডিজিটাল অ্যারেস্ট থেকে ভয়েস ক্লোনিং যত দিন যাচ্ছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণা। নিত্যদিন প্রতারণার নতুন নতুন কায়দা খুঁজে বের করছে প্রতারকরা।
এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল।
সে বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মেসেজে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টাকা চাইছেন। খুব বেশি নয়, মাত্র ৫০০ টাকা। ওই মেসেজে প্রধান বিচারপতি বলছেন, কলোজিয়ামের বৈঠক রয়েছে কিন্তু তিনি কনৌট প্লেসে আটকে পড়েছেন। ক্যাব ভাড়ার জন্য ৫০০ টাকা পাঠালে সাহায্য হয়। সুপ্রিম কোর্টে পৌঁছেই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি।
তৎকালীন প্রধান বিচারপতির নামে প্রতারণার চেষ্টার ওই মেসেজ ভাইরাল হতেই পদক্ষেপ করে শীর্ষ আদালত। এবার মেসেজে না হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে সরাসরি আইএএস অফিসারকে ফোন করে টাকা তোলার অভিযোগ উঠল।