📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডাক বিভাগের ফ্ল্যাগশিপ N-GEN (Next Generation) উদ্যোগের আওতায় সংস্কার ও আধুনিকীকরণ করা N-GEN কলকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের আরও কাছাকাছি আধুনিক, নাগরিক-বান্ধব ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল।
উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শ্রী অশোক কুমার, পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল, এবং ড. আশুতোষ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস, গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট–এর অধ্যক্ষ অধ্যাপক ছত্রপতি দত্ত, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিসেস শ্রী প্রভাত ব্যানার্জী-সহ ডাক বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ, ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
সংস্কারকৃত N-GEN পোস্ট অফিসটি এক নতুন প্রজন্মের পরিষেবা পরিবেশের প্রতিফলন, যা গ্রাহক-বান্ধব, প্রযুক্তি-সমর্থিত ও ডিজিটালভাবে সক্ষম। উন্নত পরিকাঠামোয় সজ্জিত এই কেন্দ্র থেকে এক ছাদের নীচে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে সঞ্চয় প্রকল্প, বিমা পণ্য, ডাক ও পার্সেল পরিষেবা এবং বিভিন্ন ই-নাগরিক পরিষেবা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী অশোক কুমার বলেন, N-GEN উদ্যোগের লক্ষ্য হল ঐতিহ্যবাহী পোস্ট অফিসগুলিকে আধুনিক পরিষেবা কেন্দ্র হিসেবে পুনরায় কল্পনা করা, যা তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অথচ একই সঙ্গে ভারতীয় ডাক বিভাগের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য বজায় রাখে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি আধুনিক ডাক পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই পোস্ট অফিস ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রকৃতপক্ষে উপকারী হবে, কারণ পরিচিত ও সহজলভ্য পরিবেশেই প্রয়োজনীয় পরিষেবাগুলি পাওয়া যাবে।
N-GEN কলকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের উদ্বোধন ডাক বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হল। এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও উৎকৃষ্ট পরিষেবার প্রতি অঙ্গীকার আবারও প্রতিফলিত হল।

