📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওবিসি তালিকা বাতিলের পর কলকাতা পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার ও রাজ্য মিউনিসিপ্যাল নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ভার্চুয়াল হাজিরা দেন হাইকোর্টে। বিচারপতি কৌশিক চন্দর পর্যবেক্ষণ, দুই দপ্তর নিজেদের গা বাঁচাতে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। শেষ পর্যন্ত হাইকোর্ট জানিয়ে দেয়, এই বিজ্ঞপ্তি বাতিল করা হলো। নতুন করে কলকাতা পুরসভা শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে তাদের তালিকা পাঠাবে। সেই তালিকা বিবেচনা করে সাত দিনের মধ্যে অনুমতি দেবে দপ্তর।
কলকাতা পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
