কলকাতার বাজারে যুবকদের চাকরি বিক্রি হয়: অমিত শাহ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে এসে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, কলকাতার রাস্তায় যুবাদের চাকরি বিক্রি হয়। আর তার পর তৃণমূলের মন্ত্রীদের ঘর থেকে উদ্ধার টাকা গুনতে গিয়ে যন্ত্রও ক্লান্ত হয়ে পড়ে।এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে শাহ বলেন, ‘মমতা দিদি সোনার বাংলার স্বপ্ন তছনছ করে দিয়েছেন। দুর্নীতি, অনুপ্রবেশ, মহিলাদের ওপর অত্যাচার, হিন্দুদের সাথে অন্যায় দিয়ে ওনার রাজনীতি চলে। মমতা দিদির শাসনে SSC নিয়োগে, ডিয়ার লটারিতে, গরু পাচারে, কয়লায়, ১০০ দিনের কাজে, আবাস যোজনায়, রেশনে, মিড ডে মিলে দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো টাকা তছরূপ হয়েছে। পুরসভায় নিয়োগেও দুর্নীতি হয়েছে। GTAতে দুর্নীতি হয়েছে। বাংলার জনতার হাজার হাজর কোটি টাকা তৃণমূলের সিন্ডিকেটের পেটে চলে গিয়েছে। বাংলার জনতার কাছে আমি জানতে চাই, এই টাকা কি সিন্ডিকেটের, না কি বাংলার গরিব জনতার? এই টাকায় বাংলার বধূ, বাংলার কন্যা, বাংলার যুবাদের অধিকার।’তৃণমূল সরকারকে আক্রমণ করে শাহ বলেন, ‘কলকাতর বাজারে যুবাদের চাকরি বিক্রি হয়। এদের ঘর থেকে এত টাকা উদ্ধার হয় যে ২৭টা টাকা গোনার যন্ত্র ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু টাকা শেষ হয় না। একে শেষ করতে হবে।’

error: Content is protected !!