কলকাতার জেমস লং সরণিতেও চলছে অভিযান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কলকাতার জেমস লং সরণিতেও চলছে ইডির অভিযান। বেআইনি বালি পাচারের টাকা একাধিক সেল বা ভুয়ো সংস্থার মাধ্যমে সরানো হয়েছে। এমনকী হাওয়ালার মাধ‍্যমেও লেনদেন চলেছে বলে অভিযোগ।