📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা।রাতে শহরের পারদ নেমেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। বড়দিনের আগে ও বড়দিনে দু’বার পারদ ১২-এর ঘরে নামলেও (১২.৯ ও ১২.৮ ডিগ্রি), গত রাত কার্যত টেক্কা দিল চলতি শীতের বাকি রাতগুলিকে।
কলকাতায় মরশুমের শীতলতম রাত, রাজ্য জুড়ে হিমেল হাওয়ার দাপট

