কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা। শিয়ালদা স্টেশন কি পাচারের হটস্পট হয়ে উঠছে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা। শিয়ালদা স্টেশন কি পাচারের হটস্পট হয়ে উঠছে? গত কয়েক মাসে শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে। গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি।