📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভিনেত্রী অহনা দত্ত, যিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, এবার নতুন পরিচয়ে সামনে এলেন। মাত্র ২১ বছর বয়সে মা হলেন অহনা। কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। যদিও এখন অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন তিনি, মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন একান্তে।
জানা যাচ্ছে, রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন অহনা, যা মা চাঁদনী গাঙ্গুলির পছন্দ হয়নি। তাই মায়ের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হলেও স্বামী দীপঙ্কর শুরু থেকেই স্ত্রীর প্রতিটি মুহূর্তের পাশে ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অহনার জন্য ছিলেন যথেষ্ট যত্নশীল। রাতবিরেতে ক্রেভিং থেকে শুরু করে, সন্তান গর্ভে নড়াচড়া করছে—এসব অনুভব অহনা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি স্বাভাবিক প্রসবের প্রস্তুতিতে নিয়মিত শরীরচর্চা এবং যোগাসনের ভিডিওও তিনি পোস্ট করেন।
কিছুদিন আগে একটি রিল ভিডিওতে অহনাকে হবু সন্তানকে ‘মেয়ে’ বলে সম্বোধন করতে দেখা গিয়েছিল, তাতেই নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে—তিনি কি আগেই জানতেন? পরে তাঁর ননদের বাড়িতে সাধ খাওয়ার সময় ‘নোড়া নাকি প্রদীপ’ খেলায় ‘প্রদীপ’ বেছে নিয়ে হেসে উঠেছিলেন সকলে—কারণ, নিয়ম অনুযায়ী তাতে নাকি কন্যাসন্তানই জন্মায়।
অবশেষে সেই ভবিষ্যদ্বাণী সত্যি হল। দীপঙ্কর সোশ্যাল মিডিয়ায় এক শব্দেই জানিয়ে দেন—“মা”। তাতেই স্পষ্ট হয়ে যায়—অহনা ও দীপঙ্করের ঘরে এসেছে এক কন্যাসন্তান। এখন তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা।