নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি কলকাতায় এসেছেন এই খবর সবারই জানা ইতিমধ্যেই। কলকাতায় নতুন ছবির শ্যুটিং করতে এসেছেন বলিউড অভিনেতা রণিত রায় । সঙ্গে রয়েছেন প্রথম সারির অভিনেত্রী, কাজল। দিনদুয়েক আগেই কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বোলপুরে পাড়ি দিয়েছিলেন রণিত। গাড়িতে যেতে যেতে পথে খাবারও খেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বলিউড অভিনেতার কথায়, তিনি আজ সকালে, শ্যুটিং শুরুর আগে কঙ্গালীতলায় যান। সেখানে গিয়ে তিনি সাধারণের সঙ্গে মিশেই পুজো দিতে চেয়েছিলেন। দাঁড়িয়েছিলেন পুজোর লাইনেই। হঠাৎ তাঁকে এসে একজন ডেকে নিয়ে যান সোজা মন্দিরে। অভিনেতা মনে করছেন, তাঁকে মা দুর্গা আর ভোলে বাবা তাঁকে স্বয়ং ডেকেছেন, তাই এই ব্যবস্থা। বাকি সমস্ত ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন অথচ তাঁর জন্য বিশেষ ব্যবস্থা হয়ে গেল? সোশ্যাল মিডিয়ায় পুজো দেওয়ার ছবিও শেয়ার করে নিয়েছেন রণিত।