‘কংগ্রেস কর্মীরা আমার কাছে অত্যন্ত প্রিয়’, মন্তব্য শশী থারুরের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  মতপার্থক্য থাকলেও কংগ্রেসের সকল সদস্য তাঁর কাছে অত্যন্ত প্রিয়। কেরালার নীলাম্বুর আসনের উপনির্বাচনের মাঝেই বললেন শশী থারুর। একাধিক বিষয় নিয়ে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা তৈরি হয়। তবে এ দিন থারুর বলেন, ‘কংগ্রেস নেতৃত্বের কিছু নেতার সাথে আমার মতপার্থক্য আছে।’ তবে তাঁর কথায়, ‘কংগ্রেস দল, এর মূল্যবোধ এবং এর কর্মীরা আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি ১৬ বছর ধরে দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং তাঁদের বন্ধু এবং নিজের ভাই হিসেবে দেখি।

error: Content is protected !!