‘কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফিরিয়ে দেখাক’, হুঙ্কার প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘দেশের বাকি রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফেরানোর ঘোষণা করে দেখাক’, উধমপুরের নির্বাচনী জনসভায় ‘হুঙ্কার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আরও বলেন, ‘আপনাদের আশীর্বাদে ৩৭০ নম্বর অনুচ্ছেদ নামের পাঁচিল মোদি ভেঙে দিয়েছে। সেই পাঁচিলের ধ্বংসাবশেষ মাটির নিচে পাঠিয়ে দিয়েছে।’ কারও ক্ষমতা থাকলে সেই অনুচ্ছেদ ফিরিয়ে দেখাক, এই বার্তাই দেন তিনি। তবে মোদির সংযোজন, ‘দেশের মানুষ তাঁদের দিকে ফিরেও তাকাবেন না।’২০১৯ সালের ৫ অগাস্ট আচমকাই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্র। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সে সময় সমালোচনার ঝড় ওঠে। শত চাপ সত্ত্বেও জন্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত থেকে সরেনি কেন্দ্র। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের সাংবিধানিক কেন্দ্রের সিদ্ধান্ত ‘সাংবিধানিক’ বলে সিলমোহর দেয়। এদিন উধমপুরের সভায় প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, ‘যখন দেখল ওরা নিজেদের লক্ষ্যে সফল হতে পারছে না, তখন জন্মু-কাশ্মীরের বাইরে, দেশের অন্য অংশের মানুষের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করল। বলতে শুরু করল, ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কারও কোনও লাভ হয়নি।’ এদিন জম্মু-কাশ্মীরের উন্নয়নের কথাও শোনা যায় তাঁর মুখে। মোদির দাবি, গত এক দশকে সেখানকার চেহারা-ছবি সম্পূর্ণ বদলে গিয়েছে। একই সঙ্গে এও জানান, দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। তার পরই সেখানে বিধানসভা নির্বাচনেরও ব্যবস্থা করা হবে।