📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ছটপুজোয় ডুব দেওয়ার জন্য আলাদা ‘সুইমিং পুল’ বানিয়ে নাটক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা আসল ‘ছটি মাইয়া’র অপমান। বিহারে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এবার পালটা দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে বললেন, “আসলে ওর মামারবাড়ির দিকটা তো ইটালিতে। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে শেখেনি।”
আসলে বিহারের ভোটের মুখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে সূর্যার্ঘ্য দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সরকারিভাবে প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনার কথা ঘোষণা না করা হলেও বিজেপি সূত্র তেমনটাই বলছিল। এ জন্য তৈরি হয়েছিল একটি কৃত্রিম জলাশয়। যমুনার ধারেই ওই জলাশয় তৈরি করেছিল দিল্লি সরকার। আসলে দিল্লির বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যমুনাকে দূষণমুক্ত করার দাবি জানালেও কার্যক্ষেত্রে সেটা করে উঠতে পারেনি। তাই দূষণ থেকে বাঁচতে ওই ‘নকল যমুনা’ তৈরি করা হয়। কিন্তু মোদির সেই ‘নকল যমুনায়’ স্নানের আগেই পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এমনকী সোশাল মিডিয়ায় নকল এবং আসল যমুনাকে পাশাপাশি রেখে বেশ কিছু ভিডিও-ও ভাইরাল হয়ে যায়। সেকারণেই শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছটপুজোর পরিকল্পনা বাতিল করেন।

