ওরা বলছে, বাংলা বলে কোনও ভাষা নেই, এর জবাব আমরা দেব: অভিষেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সভামঞ্চ থেকে বাংলা ভাষার অপমান নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওরা বলছে, বাংলা বলে কোনও ভাষা নেই, এর জবাব আমরা দেব। ১০ লক্ষ মানুষকে বাংলাদেশি বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন? কী ভাষায় লিখতেন? বিদ্যাসাগর না থাকলে তো সইটাও করতে পারতেন না। স্বাধীনতা দিবসেও বাংলার অবদান অনস্বীকার্য।’