📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা শহরের বাসিন্দারা বিপদে পড়লে বা সমস্যা পড়ে অনলাইনে তা জানিয়ে সাহায্য চায় কলকাতা পুলিশের। লালবাজার থেকে কন্ট্রোল হয় সেই ওয়েবসাইট। বহু শহরবাসী অভিযোগ পর্যন্ত জানিয়ে থাকেন কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইটে। এবার সেই ওয়েবসাইটে বিভ্রাট দেখা দিয়েছে বলে অভিযোগ। আর তার ফলে শহরবাসী যোগাযোগ করতে পারছেন না লালবাজারের সঙ্গে বলে অভিযোগ। অনলাইনে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ। সোমবার এই বিভ্রাটের শুরু হয় এবং মঙ্গলবার রাত পর্যন্ত ওই ওয়েবসাইট খোলা যায়নি।বুধবার সকালেও খুলছে না কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইট। সেটি বসে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অর্থাৎ যান্ত্রিক কোনও গোলযোগ ঘটেছে বলে মনে করছেন পুলিশ কর্তারা। তবে ইতিমধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তবে লালবাজার দাবি করেছে, হ্যাক করা হয়নি ওয়েবসাইট। যান্ত্রিক ত্রুটি হয়েছে। কলকাতা পুলিশের কর্মীরাও এখন সমস্যায় পড়েছেন এই ওয়েবসাইট বিভ্রাটের জন্য। সমস্যায় পড়েছেন শহরবাসীও। বিশেষ করে যাঁরা নানা কারণে অনলাইনে যোগাযোগ করতে চাইছেন। সুতরাং সব মিলিয়ে একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে।এদিকে এই ওয়েবসাইটে (kolkatapolice.gov.in) লালবাজারের ওসি কন্ট্রোল থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বর এবং সিনিয়র সিটিজেন, প্রণাম, ট্রাফিক, উইমেন ইন ডিসট্রেস হেল্পলাইন নম্বরের মতো নানা আপৎকালীন নম্বর থাকে। যার মাধ্যমে নগরবাসী পুলিশের সাহায্য পেয়ে থাকে। এখন যাঁরা ওয়েবসাইট খুলতে যাবেন তা খুলবে না। সুতরাং ওইসব নম্বর পাবে না কলকাতা শহরের বাসিন্দারা। সাধারণ মানুষ থেকে প্রবীণ নাগরিকরা এই নম্বরগুলির সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে থাকেন এবং সাহায্য পেয়ে থাকেন। কিন্তু এখন এই যান্ত্রিক ত্রুটির জেরে সেটি আর করা সম্ভব হচ্ছে না।
ওয়েবসাইটে বিভ্রাট, লালবাজারে অভিযোগ জানানো স্তব্ধ!
