📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই এবার হুঙ্কার তৃণমূল সাংসদের। তাঁর হুমকি ওয়াকফ সম্পত্তি দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে। হাত উপড়ে নেওয়া হবে। হুমকি মথুরাপুরের সাংসদ বাপি হালদারের।
সাংসদ বলেন, “সংখ্যালঘু ভাইবোন-আপনার বাবা-দাদাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব যেমন আপনাদের, তেমনই আমাদের। ওয়াকফ সম্পত্তি কারোর বাবার সম্পত্তি নয়। একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ তেমন উপড়ে নেবেন, তেমন ভেঙে দেবেন। একথা নিশ্চিত ভাবে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি।”
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল সাংসদকে বিঁধে সুকান্ত বলেন, “বাপি হালদারের মতো লোকেরা ভোটব্যাঙ্কের জন্য এসব করছেন। শুধুমাত্র ভোটব্যাঙ্কের জন্য কতটা নীচে নামতে পারে! আমার লজ্জা হচ্ছে। ও ডন নাকি? পুলিশি নিরাপত্তা সরিয়ে নিলে বাড়ি থেকে বেরনোর দম নেই, টেনে থাপ্পড় মারলে হাউ হাউ করে কাঁদতে থাকবে।”
ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উপড়ে নেব: বাপি হালদার
