ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিম নিয়োগ স্থগিত, এল সুপ্রিম নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার ওয়াকফ মামলায় ছিল সুপ্রিম শুনানি। বুধবারের পর এদিন দেশজুড়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মোট ৭২টি মামলা শুনতে বসেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেখানেই বড় রায় আদালতের। ওয়াকফে আপাতত নিয়োগ স্থগিত করলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, এই নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকেও সাত দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগামী মাসে।
বৃহস্পতিবার সেই ওয়াকফ-নিয়োগ স্থগিতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, কেন্দ্রের কাছে সাত দিনের মধ্যে চাওয়া হয়েছে রিপোর্ট। এই মর্মে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি চলাকালীন বলেন, ‘সরকার আপাতত নতুন আইনের ধারার ভিত্তিতে কোনও নিয়োগ করবে না। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব দাখিল করা হবে।’ পাশাপাশি আদালতের আরও নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত যে সকল ওয়াকফ বাই ইউজার সম্পত্তির অন্তর্গত, সেগুলিতে কোনও পরিবর্তন করা যাবে না।

error: Content is protected !!