ওয়াকফ অশান্তির মধ্যেই মেগা বৈঠকে মমতা, নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ইমামরা বলছেন, ‘শান্তি চাই’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষের ঢেউ। হিংসার আগুনে জ্বলে মুর্শিদাবাদের সুতি, ধুলিনায়, সামশেরগঞ্জের মতো এলাকা। অন্যদিকে অশান্তির ছবি দেখা গিয়েছে চাঁপদানি থেকে আমতলা এমনকি ভাঙড়েও। এই আবহেই পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়েই এদিন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে হচ্ছে সেই বৈঠক। সভার আয়োজক ইমাম অ্যাসোসিয়েশন।
সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিনিধি বললেন, “আমরা রায়গঞ্জ থেকে এসেছি। শান্তি চাইছি। আমরা যেন ডাল-ভাত খেয়ে চলতে পারি সেটাই চাই।” আর একজন বললেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে ওয়াকফ বিল বাতিল হয় সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই। আমাদের প্রটেকশন দেওয়া হোক। সকল জাতি-ধর্ম-বর্ণ মিলে আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চাই।”

error: Content is protected !!