ওয়াংখেড়েতে ইতিহাস গড়লেন বিরাট! প্রথম ভারতীয় হিসেবে ছুঁলেন ১৩০০০ রানের মাইলফলক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়লেন বিরাট (Virat Kohli)। টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ১৩ হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি। শুধু তাই নয়, এই রেকর্ডে পৌঁছনো দ্রুততম ভারতীয় ব্যাটারের পালকও জুড়ল তাঁর মুকুটে।

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ম্যাচ চলছে ওয়াংখেড়েতে সোমবার (IPL 2025)। প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। মাঠে নেমে রেকর্ড গড়েন কিং কোহলি।

এদিন প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ঝোড়ো ব্যাটিং করে অর্ধশতরান পূর্ণ করেন। বুমরাহর বলে ছয় হাঁকিয়ে দর্শকদের বাহবা জিতে নেন নিমেষে। মাত্র ২৯ বলে ৫০ পেরোন তিনি।

পুরুষদের টি-২০ ক্রিকেটে ১৩ হাজার রান এপর্যন্ত করেছেন (ইনিংস অনুযায়ী)-

ক্রিস গেইল: ১৪৫৬২ রান (৩৮১ ইনিংস)
অ্যালেক্স হেলস: ১৩৬১০ রান (৪৭৪ ইনিংস)
শোয়েব মালিক: ১৩৫৫৭ রান (৪৮৭ ইনিংস)
কায়রন পোলার্ড: ১৩৫৩৭ রান (৫৯৪ ইনিংস)
বিরাট কোহলি: ১৩০০১ রান* (৩৮৬ ইনিংস)

আজকেরে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দীর্ঘ চোটের পর এদিন মাঠে নামেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে, রোহিত শর্মাও হাঁটুর চোটের কারণে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি, তবে এবার দলের সঙ্গে ফিরেছেন তিনি। দু’জনের ফিরে আসা মুম্বইয়ের জন্য বাড়তি উৎসাহ এনে দিয়েছে বলা বাহুল্য।

error: Content is protected !!