ওপার বাংলায় আক্রান্ত রবীন্দ্রনাথ, এপার বাংলায় অবনীন্দ্রনাথ, প্রতিবাদ শিল্পীদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশে কাছাড় জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় তছনছ সহ এপার বাংলায় শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, বিষয়টি নিয়ে উদাসীন শিল্পী মহলের একাংশ। বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেও এ বিষয়ে তার কোনো সক্রিয় ভূমিকা চোখে পড়েনি। যারা রবীন্দ্র নাথ কে নিয়ে চর্চা করেন, এমনকি বুদ্ধিজীবীদেরও পথে নামতে দেখা যায়নি। অন্যদিকে, ১৮ জুন বুধবার কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে আইসিসিআর এ গর্জে উঠলেন শতাধিক শিল্পী। কাজরাই আর্টস এর শিল্পীরা লাইভ পেন্টিং এর মাধ্যমে তাদের প্রতিবাদ রং তুলিতে ফুটিয়ে তোলেন রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ও তাদের বসত বাড়ির ছবি আঁকার মধ্য দিয়ে, কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের শিল্পীরা কবিতা – গানের মাধ্যমে তাদের প্রতিবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এছাড়াও প্রধান আলোচক এর আসন অলংকৃত করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুদার, কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সাধারণ সম্পাদক প্রীতম সরকার, চিকিৎসক মধুছন্দা কর সহ আরো অনেকে।

error: Content is protected !!