‘ওদের বিশ্বাস করা ঠিক নয়’, সাতসকালে কী বললেন দিলীপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সকালে নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার হতে চলা ভারত-পাক বৈঠক নিয়ে মুখ খোলেন তিনি। দিলীপ বলেন, ‘পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয়। সিমলা থেকে সব চুক্তিই লঙ্ঘন করেছে। ওদের বিশ্বাস করা ঠিক নয়। ভারত যোগ্য জবাব দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, ওই একই ড্রোন আমাদের সেনা মাঝপথে ধ্বংস করে নামিয়ে দিয়েছে।’

error: Content is protected !!