📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হঠাৎ করেই বেশ কিছুটা ওজন কমিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ। সেই জার্নি বিশ্ব লিভার ডে-তে শেয়ার করলেন সকলের সঙ্গে। রাজনীতির ময়দানে দৌড়াদোড়ির পাশাপাশি স্বাস্থ্য নিয়েও যে তিনি সচেতন, সে প্রমাণই হল এবার। যুব সমাজের উদ্দেশে বার্তা দিয়ে বললেন, ‘আরও ৪০–৫০ বছর বাঁচার জন্য এবং দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য আমাদের স্বাস্থ্যর দিকে মনোযোগ দেওয়া উচিত।’
নিজের ওয়েটলস জার্নির কথা শেয়ার করতে গিয়ে পুরনোদিনে ফিরে যান অমিত শাহ। জানান, তিনি কেবল খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। সঙ্গে বাড়িয়েছিলেন ঘুমের সময়। এই দুইয়ের পাশাপাশি হালকা ব্যায়ামও শুরু করেন। তারপরই ফল পান।