‘এলিট’ এসি লোকালের জেরে দেরিতে চলছে সব ট্রেন! ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাস দেড়েক হল শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল চালু হয়েছে। কিন্তু এই ট্রেনের দৌলতেই সকালের দিকে বিড়ম্বনায় পড়েছেন শিয়ালদহ মেন শাখার যাত্রীরা। অভিযোগ, এসি লোকালকে জায়গা দিতে গিয়ে আপ লাইনের অন্য লোকাল ট্রেন সময় মেনে চলছে না। প্রতিদিনই ১৫-২০ মিনিট দেরিতে আসছে ট্রেন। যার জেরে স্কুল, কলেজ বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের।