📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেঙ্গালুরু থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ছড়াল হাইজ্যাক আতঙ্ক। বারণসীতে প্লেন ল্যান্ড করতেই এক যাত্রী ককপিটে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। তাতেই ছড়ায় হাইজ্যাক-এর আতঙ্ক। ওই যাত্রীকে ধরে ফেলে বিমানের ক্রু। যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক! ককপিটে ঢোকার চেষ্টা যাত্রীর
