এয়ার ইন্ডিয়ার বিমানে ভুয়ো বোমাতঙ্ক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:তাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার বিমানে ভুয়ো বোমাতঙ্ক। ফুকেত বিমানবন্দর থেকে উড়ানের পরেই জরুরি অবতরণ। তল্লাশির পরে আবার ফুকেত বিমানবন্দর থেকেই ফের উড়ান। তাইল্যান্ড থেকে ওড়িশা হয়ে দিল্লি যাবে এয়ার ইন্ডিয়ার AI 379 বিমানে ভুয়ো বোমাতঙ্ক, কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ: সূত্র।

error: Content is protected !!