এবিভিপির বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি থেকে গ্রেফতার ৪৪ জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওবিসি মামলার রায় না মেনে পরীক্ষার ফল প্রকাশের প্রায় দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। অবিলম্বে অ্যাডমিশন পোর্টাল খোলা, হাইকোর্টের রায় অনুযায়ী ২০১০ এর আগে ওবিসি তালিকা অনুযায়ী সুবিধা প্রদান ও অনৈতিকভাবে ভর্তি আটকে রাখায় শিক্ষার বেসরকারিকরণ সহ একাধিক ইস্যু নিয়ে আজ এবিভিপির বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল।‌


শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গিয়ে এবিভিপির রাজ্য সম্পাদক ও  ৮ ছাত্রী সহ ৪৪ জন কার্যকর্তাকে হেনস্থা ও আটক করে বিধাননগর পুলিশ।

রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে হাইকোর্টের রায়কে উপেক্ষা করে নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়কে তুষ্ট করার জন্য লক্ষ লক্ষ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি, অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হচ্ছে, যা প্রকারান্তরে সরকারি শিক্ষাকে ধ্বংস করার চক্রান্ত।

আজ এই অব্যবস্থা ও চক্রান্তের বিরুদ্ধে করুনাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের সামনে শতাধিক ছাত্রছাত্রী শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল হয়। এবিভিপির ৬ জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে গেলেও তাদের বসিয়ে রেখে বাইরে অবস্থানরত ছাত্রছাত্রীদের টেনে-হিঁচড়ে গলা টিপে ধরে বেসরকারি গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। বাইরে বেরিয়ে এলে রাজ্য সম্পাদক সহ অন্যান্যদেরও পুলিশ আটক করে।

এবিভিপি দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বচ্ছভাবে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ভরতি প্রক্রিয়া শুরু করতে হবে। নিরপেক্ষভাবে সকল ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশন পোর্টাল খুলতে হবে। এক সপ্তাহের মধ্যে পোর্টাল না খুললে এবিভিপি রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে যাবে এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে ‘নিখোঁজ’ শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে। রাজ্য সরকারের ছাত্রবিরোধী অবস্থানের কড়া জবাব ছাত্রছাত্রীরা দেবে।”

error: Content is protected !!