এবার রথে দিঘা জমজমাট! লং উইকেন্ডে যাত্রাপথের নকশা আঁকছেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তাহান্ত লম্বা হলে বাঙালির আহ্লাদের শেষ থাকে না। দিঘা (Digha), মন্দারমণির বাস ভরে ভরে হাজার হাজার মানুষ যায় সবান্ধব, সপরিবার সমুদ্র দেখতে। বাকিটা গত কয়েক বছর ধরে একইরকম। সমুদ্র স্নান, খাওয়া দাওয়া, আড্ডা-আনন্দে ভরপুর আড়াইটে দিন।

এবার রথে তার চেয়েও ঢের বেশি উপঢৌকন সাজিয়ে অপেক্ষা করবে দিঘা। বুধবার অক্ষয় তৃতীয়া। বিকেলে অমৃত মুহূর্তে মন্দিরের (Digha Jagannath Mandir) দরজা খুলে যাবে। এই প্রথম বার ভব্য এই মন্দিরের গর্ভগৃহে থাকা জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে দেখা যাবে। বাঙালির কাছে এহেন জগন্নাথ মানে তো শুধু পুরী নয়, রথযাত্রাও। মাহেশের রথ, বারুইপুরের রথ, ইস্কনের রথ..। তাই এই আষাঢ়ে সব কিছু ছাপিয়ে যেতে পারে দিঘার রথযাত্রা (Digha Rath Yatra)। এরই মধ্যে যার নকশা আঁকতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না ঘটলে, সেই রথির রশি টানতে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে। রথটি কাঠামোগত ভাবে দেখতে কেমন হবে, তাও সম্ভবত শিগগির চূড়ান্ত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!