এবার ডোনা গাঙ্গুলির ভূমিকায় মিমি চক্রবর্তী?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। তিনি সকলের প্রিয় মহারাজ। বাঙালিরা তাকে ভীষণ ভালোবাসেন। বেশ কিছুদিন ধরেই দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে বেশ কৌতূহলে রয়েছেন সকলে।

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের ভূমিকায় এক এক সময় এক এক নাম উঠে এসেছে। শেষপর্যন্ত এই ভূমিকায় থাকবেন রাজকুমার রাও। শোনা যাচ্ছে, ২০২৫ এই নাকি শুরু হবে ছবির শুটিং।

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হিন্দি ছবিতে কাড়া কারা থাকবেন এখনো নাম সামনে আসেননি। এর আগে ধোনির বায়োপিক বক্স অফিসে হিট ছিল। এবার দেখার দাদার বায়োপিক কতটা সাফল্য অর্জন করে।

তবে এই মুহূর্তে একটি বড় আপডেট মিলছে। সৌরভের স্ত্রী অর্থাৎ ডোনা গাঙ্গুলির চরিত্রে নাকি থাকতে পারেন বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তী। জোর কানাঘুষো শোনা যাচ্ছে।

error: Content is protected !!