এবার ডিআইয়ের তালিকায় নাম নেই চাকরিহারা আন্দোলনের কনভেনর চিন্ময় মণ্ডলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  এবার ডিআইয়ের তালিকায় নাম নেই চিন্ময় মণ্ডলের। চাকরিহারা আন্দোলনের কনভেনর চিন্ময় মণ্ডল। প্রথম জয়েনিং হয় কসবা ডিআইতে। তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুর চলে যান চিন্ময় মণ্ডল। ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম নেই চিন্ময়ের । চিন্ময় মণ্ডল একা নয়, আরও ১০-১২ জনের নাম নেই, অভিযোগ চাকরিহারার।

error: Content is protected !!