‘এবছরেই হবে সব সমাধান, কোনও ভুল হবে না’, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘আপাতত স্বস্তি পেলাম।’ বৃহস্পতিবার চাকরিহারাদের মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই সম্পর্কে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল হয়। এরপর মধ্যশিক্ষা পর্ষদ সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করে। আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালত রায় দিয়েছে, আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।
তবে, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীরা কাজে ফিরতে পারবেন না। এই নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বেতন নিয়ে বিকল্প পথের সন্ধান করছিলাম। এবার সময় পেয়ে গিয়েছি। এবছরের মধ্য়েই সব সমাধান হয়ে যাবে।” একই সঙ্গে মমতা বলেন, “ভালভাবে কাজ করুন। কোনও ভুল হবে না। মানুষের কাজে আমরা কোনও ভুল করি না। কারও কথায় প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।” তাঁর দাবি, আগামী বছর পর্যন্ত গড়াবে না, নিয়োগ প্রক্রিয়া এ বছরেই শেষ হয়ে যাবে।
চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আইনে ভরসা রাখুন। সরকারে ভরসা রাখুন। কোনও না কোনও পথ বের করব।”

error: Content is protected !!