এদের চিনে নিন  ? গুলিয়ে দেবেন না প্লীজ !কাজি মাসুম আখতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ধর্ম বেছে বেছে হত্যা মুর্শিদাবাদে,কাশ্মীরে। এখানে দুজন , ওখানে আপাতত সাতাশ জন। দুর্বল সংখ্যালঘুদের এ যে  নজিরবিহীন ঔদ্ধত্য ! ঠিক পিপীলিকার ডানা গজানোর মতো ! এই ঔদ্ধত্যের অন্যতম কারণ ভোট গণতন্ত্র বা রাজনীতির গাণিতিক হিসাব । এই সংখ্যালঘুরা কি নিজেদের” হামাস” মনে করে ? গণতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ ভারতকে তারা কি তাহলে ইজরায়েল বানাতে চায় ? গাজার পরিণাম দেখেও কি ওদের কোনও শিক্ষা হয় নি ? এরা কি মনে করে — যারা ভারত রাষ্ট্রকে ইজরায়েলের ভূমিকায় দেখতে চান,তারা দেশের সরকার বা সংবিধানকে নিয়ন্ত্রণ বা সংশোধন করার ক্ষমতা রাখে না ? আর কতদিন মূর্খের স্বর্গে বিরাজ করবেন ? গাজার শিশু ও নারীদের হাড় হিম করা করুণ অমানবিক পরিণতি দেখতে পারছেন না ? নাকি নিজেদের নির্বোধ,বিকৃত,হিংসাশ্রয়ী, ধর্মান্ধ মস্তিষ্কে আগুন না লাগা পর্যন্ত বোধের বিকাশ হবে না ? তাই কি কার্য-কারণ সম্পর্কের সূত্রটি বুঝতে আজও এত ত্রুটি ?
ভারতের মাটিতে থাকা যে দুর্বল সংখ্যালঘু ধর্মান্ধ ধান্দাবাজ নেতারা অনায়াসেই তার সহনাগরিক সংখ্যাগুরুদের টাইট দেওয়ার,তাদের বিরুদ্ধে যুদ্ধ করার,ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার,কোরান পড়িয়ে ধর্মান্তরিত করার হুমকি দিতে পারে — মুর্শিদাবাদের বা কাশ্মীরের সংখ্যাগুরু হত্যার খুনিরা এই মহাপুরুষদের এ হেন অমৃত বচনে যে অনুপ্রেরণা পায় নি , তা কে হলফ করে বলতে পারবে ? শুধু ক’টা ভোটের জন্যে এদের ছাড় ! এদের জন্যেই সাধারণ,গরীব, নিষ্পাপ, বন্ধু বৎসল কাশ্মীরিরা আরও  তোপের সামনে  পড়বে। ক্ষতিগ্রস্ত হবে ওদের সাধারণ জীবন, রুজিরুটি,স্কুল, কলেজ, ব্যবসা-বাণিজ্য। জানি না , প্রতিক্রিয়ায় আরও কত রক্ত ঝরবে ! তাই এদের দমন করার,সমাজ চ্যুত করার দায়িত্ব নিক মুসলিমদের শুভ বুদ্ধিসম্পন্ন সমাজপতি, ধর্মপতি বা রাজনৈতিক অধিপতি, দলপতিরা অথবা বৃহত্তম সাধারণ সচেতন জনগণ ।
নতুবা এই মুষ্টিমেয়দের পাপের দায়ে যে দেগে যাচ্ছে দেশের ২৫ কোটি সংখ্যালঘু । গোটা জাতি ! হ্যাঁ — – দেগে যাচ্ছে ইসলামও ! শুধু ধিক্কার আর ধিক্কার ! মুসলিম সমাজের একজন হিসাবে তাই শুধু ঐ হতভাগ্য পরিবারগুলির কাছে নয়,দেশের সকল সংখ্যাগুরু অংশের মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী ! মনে রাখবেন — দেশে যেমন ওই কুলাঙ্গার অমানুষ ,ধর্মান্ধ,দেশদ্রোহীরা আছে , ঠিক তেমনই অগণিত কাজি মাসুম আখতাররাও আছে ! জয় হিন্দ !

error: Content is protected !!