📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সমগ্র পশ্চিমবঙ্গে তীব্র শীতের কারণে লানিনার অবদান থাকলেও সবচেয়ে বড়ো কারণ হলো দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের উপর থাকা উচ্চচাপ সক্রিয় হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের স্থলভাগের বায়ুর চাপের তারতম্যের কারণে উত্তরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় স্তরে। এর পাশাপশি কুয়াশা বেল্ট সক্রিয় হবার কারণে জাঁকিয়ে শীত, শীতল দিন ও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে বঙ্গজুড়ে।
এত শীতের কারণ লানিনা নাকি অন্যকিছু

