‘এটা কি অ্যাক্ট অফ গড? নাকি অ্যাক্ট অফ ফ্রড’? গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে মোদিকে তোপ তৃণমূলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘মোরবি থেকে ভডোদরা, আবার একটা সেতু ভাঙল গুজরাতে। এটাই কি সেই বহু প্রশংসিত গুজরাত মডেল, যা প্রচার করেন প্রধানমন্ত্রী? এটাকেও কি বলা হবে অ্যাক্ট অফ গড? নাকি স্বীকার করা হবে অ্যাক্ট অফ ফ্রড বলে?’, গুজরাতে সেতু ভাঙার পর পোস্ট তৃণমূলের।