এখন তাঁর চোখের কী অবস্থা? কেমন আছেন Swastika Dutta?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভিনেত্রী বলেছেন, “দু’দিন মোবাইলের থেকে একেবারে দূরে। আলো সহ্য করতে পারছি না। ব্যথা রয়েছে। তাই ঘর অন্ধকার করে রাখছি। রবিবার থেকে আবার শুটিং শুরু। সারা ক্ষণ হয় অ্যানাসথেটিক ড্রপ দিচ্ছি নয়তো আইপ্যাক লাগিয়ে রাখছি।” আত্মবিশ্বাসী কণ্ঠে অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনা তাঁর মনের জোর একটুও কমাতে পারেনি। বরং জেদ আরও বাড়িয়েছে। তাঁর কথায়, “ওষুধ দিয়ে অবশ করে হোক বা আইপ্যাক লাগিয়ে… শুটিং আমি করবই।”

error: Content is protected !!