📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল তমলুকের বিজেপি সাংসদকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ICU-তে রাখা হয়েছে। গঠিত হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি,গ্যাসট্রোএন্টেরোলজি এবং সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে খাওয়ার পর বিকেলে পেট ব্যথা ও বমি শুরু হয়। এরপরই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি সাংসদকে।
এখনও হাসপাতালেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিস রয়েছে
