📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে লজ্জাজনক হার কেকেআরের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সুনীল নারিন ছাড়া কেউই নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। এবার ২৬ মার্চ, বুধবার দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে নাইটরা। প্রথম ম্যাচের হার ভুলে জয় ছিনিয়ে আনতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কিন্তু প্রথম ম্যাচের ব্যর্থতার পর কেকেআরের ব্যাটিং-বোলিং বিভাগ নিয়ে উঠছে নানা প্রশ্ন। দলে কী পরিবর্তন হতে পারে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। নাইট শিবির কি একাদশে বড়সড় কোনও চমক দিতে চলেছে? কোচ ব্র্যাভোর কৌশলে নতুন কোনও চমক থাকছে কি না, সেটাই দেখার।