📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনউয়ে তিনি সাংবাদিকদের কাছে এগজিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এগজিট পোল আসলে ‘অসাধুতার মঞ্চ’ তৈরি করে।
অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত। মানুষের জন্য কোনও কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি।
‘এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত’, বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে তোপ অখিলেশের

