📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গুজব ছিলই। এবার সেই গুজবে সিলমোহর পড়ল। সত্যিই বিচ্ছেদ ঘটেছে অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুরের। তাও প্রায় মাস খানেক আগে। সম্প্রতি এই খবর জানিয়েছেন দুই অভিনেতার এক কাছের বন্ধু। তাঁর কথায়, ‘মাস খানেক আগেই বিচ্ছেদ হয়েছে অনন্যা এবং আদিত্যর। বেশ ভালই চলছিল তাঁদের সম্পর্ক। আচমকাই তাঁদের বিচ্ছেদের খবর সকলের জন্যই বড় ধাক্কা। আঘাত পেয়েছেন অনন্যা তবে, মুভ অন করার চেষ্টা করছেন। প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। আদিত্যও পরিস্থিতি মোকাবিলা করতে চেষ্টা করছেন।’
একসঙ্গে নেই আদিত্য-অনন্যা, বিচ্ছেদের জল্পনায় সিলমোহর!
