📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রায় তিন বছর ধরে কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২২ সাল থেকে একাধিক বার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার আবেদন জানানো হলেও কেন্দ্রীয় সরকার এখনও সেই অর্থ মঞ্জুর করেনি। এমতাবস্থায় বিগত তিন মাস যাবৎ শ্রমিকের টাকা না পাওয়া এবং বেতন বাড়ানো নিয়ে কলকাতা পুরসভায় (Kolkata Corporation) এক সুর বিজেপি (BJP)-সিপিএমের (CPIM)।
শনিবার পুরসভার প্রশ্নমালায় তিন নম্বরে রয়েছে বিজেপি কাউন্সিলর মীনাদেবি পুরোহিতের প্রশ্ন। সাত নম্বরে সিপিএমের কাউন্সিলর নন্দিতা রায়। দু’জনেরই প্রশ্নের নির্যাস এক।
তাঁদের বক্তব্য, “কলকাতা কর্পোরেশনের ১০০ দিনের কাজের যে কর্মপ্রকল্প, তাতে তিন মাস ধরে শ্রমিকদের টাকা আটকে আছে। সেক্ষেত্রে অধিকাংশ গরিব শ্রমিকরা এই কাজ করে তাঁদের সংসারযাত্রা নির্বাহ করেন ও পরিবার প্রতিপালন করেন। বিগত তিনমাস যাবৎ যদি টাকা না পান, তাহলে তাঁদের রুটিরুজি কীভাবে হবে? সেই সঙ্গে টাকা বন্ধ হওয়ার কারণ কী? জানতে চাই।”