একই ভ্যেনুতে জয়ের তালিকায় শীর্ষে কোন দল? কোন স্থানে কেকেআর?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার আরব সাগর তীরে পতন হয়েছে নিজামদের। বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজির অলরাউন্ড পারফরম্যান্সে ডুবেছে হায়দরাবাদের সূর্য। বোলারদের পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ওয়াংখেড়েতে (Wangkhede) রোহিত শর্মার নামে স্ট্যান্ড বসানোর দিনে দলকে জিতিয়েছেন।

হায়দরাবাদকে চার উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুম্বই (Mumbai Indians)। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও উত্তরণ ঘটেছে পান্ডিয়া ব্রিগেডের। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬২ রান করে। জবাবে, মুম্বাই ১৮.১ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান করে ম্যাচটি জিতে নেয়। মুম্বইয়ের হয়ে কোনও ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি, তবে দলগত পারফরম্যান্সে এই জয় এসেছে।
মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে এটি ২৯তম জয়। আইপিএলের ইতিহাসে এক ভেন্যুতে (Same Venue) রান তাড়া করে জয়ের ক্ষেত্রে যা সর্বোচ্চ। খুব কাছাকাছি রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে জিতেছে ২৮টি ম্যাচ।

এদিকে, চলতি আইপিএলে হায়দরাবাদ এখনও পর্যন্ত একটিও অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি। এর আগে তারা বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। এরপর ইডেন গার্ডেন্সে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার কাছে পরাজিত হয়।

error: Content is protected !!