উৎসবের আবহে দেশজুড়ে নাশকতার ছক! গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন আইএস জঙ্গি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উৎসবের আবহে বড়সড় নাশকতার ছক ফাঁস! গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন জঙ্গি। ধৃত পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায়। পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তল্লাশিতে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এছাড়াও বেশ কিছু রাসায়ানিক উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরক তৈরির কাজে ওই রাসায়ানিক ব্যবহার করা হতো। উৎসবের মরশুমে দেশে বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের? খতিয়ে দেখা হচ্ছে।