📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই লক্ষ্যেই গত ২৮শে ডিসেম্বর শুভেন্দু কুন্ডু ও তাঁর বন্ধু স্বপ্নময় মন্ডল সুকৃতি ফাউন্ডেশন শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম বসিরহাট অনাথ আশ্রমের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংস্থার এক সদস্য বলেন, ” শীতের এই কঠিন সময়ে সামান্য একটু উষ্ণতা পৌঁছে দেওয়ার মাধ্যমেই আমরা চেয়েছি এই শিশুদের মুখে হাসি ফোটাতে। আমাদের এই ছোট উদ্যোগ হয়তো সবটুকু অভাব পূরণ করবে না, তবে তাদের মনে এই বিশ্বাস জোগাবে যে—তারা একা নয়, আমরা সবাই তাদের পাশে আছি। মানবসেবাই পরম ধর্ম। আমাদের চারপাশের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোই হোক আমাদের অঙ্গীকার।”

