📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:৩ এপ্রিল উমেশ চন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্প বিভাগের তরফ থেকে আয়োজন করা হয়েছিল ‘My Bharat Outreach’ অনুষ্ঠানটি। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NSS বিভাগের রাজ্য অধিকর্তা শ্রী বিনয় কুমার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের কো অর্ডিনেটর অধ্যাপিকা ডঃদেবারতি দাস , উমেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ ও NSS বিভাগের সকলে। পাশাপাশি উমেশ চন্দ্র কলেজের NSS বিভাগের পডুয়ারা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপিকা নূপুর রায়, NSS ভলান্টিয়ার শুভায়ন হাজরা সহ সমীর প্রামাণিক।

ইয়ুথ অ্যাফায়ার্সের অধীনে ‘MY Bharat Outreach’ প্রোগ্রাম টি সারা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হচ্ছে যার অংশ হিসেবে উমেশ চন্দ্র কলেজে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। জাতীয় সেবা প্রকল্প বিভাগের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইয়ুথ রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান এগিয়ে চলে।
