📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলার শুনানি হল বৃহস্পতিবার। রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি আছে রাজ্যপালের। আপত্তির কারণ পেন ড্রাইভে পাসওয়ার্ড-সহ আদালতে জমা দিলেন আচার্যের আইনজীবী। এগুলি প্রাক্তন প্রধান বিচারপতি এবং সার্চ অ্যান্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের কাছে পাঠানো হবে। বিচারপতি সূর্য কান্ত জানান, রাজ্যপালের অভিযোগ খতিয়ে দেখবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটি। তার পরে হবে শুনানি। অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, পর্যবেক্ষণে জানান বিচারপতি সূর্য কান্ত। গ্রীষ্মের ছুটির পরে সুপ্রিম কোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি।
উপাচার্য নিয়োগ মামলার শুনানি
