উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, বুধেও অশান্ত রবীন্দ্রভারতীর ক্যাম্পাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অস্থায়ী উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) পড়ুয়াদের একাংশ। সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় সোমবার। পরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া যাবে না। দরকারে পুলিশ তাঁকে সাহায্য করবে। তবে এই নির্দেশের পরই শান্ত হয়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। বুধবারও সেখানে বিক্ষোভ চলছে।

গত দুদিন ধরে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা চলছে। উপাচার্যের ঘরের বাইরেও প্রতিবাদ দেখান পড়ুয়াদের একাংশ। এমনকী তাঁর ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত না হওয়ায় প্রতিবাদের আঁচ আরও বাড়াচ্ছেন পড়ুয়ারা।

error: Content is protected !!