📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটের অবস্থান কী? রাজনৈতিক মহলের গুঞ্জন যা-ই হোক, প্রকাশ্যে বিরোধী শিবিরের অন্যতম শীর্ষ নেতা শরদ পওয়ার বলছেন, ওই নির্বাচনে লড়াই করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন, কোনওভাবেই বিজেপিকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দিতে চায় না ইন্ডিয়া জোট। পরাজয় কার্যত নিশ্চিত জেনেও জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধী শিবির। সম্প্রতি রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে নৈশভোজের পর আলাদা করে বৈঠক হয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের। সেই বৈঠকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়। কিন্তু শরদ পওয়ার বলছেন, ‘‘এখনও এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি।’’ বস্তুত, মারাঠা স্ট্রংম্যান ইন্ডিয়া জোটের অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রাখতে চাইছেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে INDIA জোটের অবস্থান কী? মুখ খুললেন শরদ পওয়ার

